ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

নলছিটিতে আ’লীগের বিদ্রোহ প্রার্থীর প্রচারণায় হামলা-ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
নলছিটিতে আ’লীগের বিদ্রোহ প্রার্থীর প্রচারণায় হামলা-ভাঙচুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: প্রথম দফা ইউপি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথমদিনেই ঝালকাঠির নলছিটিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

উপজেলার সুবিদপুর ইউনিয়নের আওয়ামী লীগ বিদ্রোহী (চশমা) প্রার্থী মো. সোহেল মল্লিক নৌকা মার্কার প্রার্থী আ. মান্নান সিকদারের বিরুদ্ধে এ অভিযোগ এনেছেন।



তিনি অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে তার কর্মী সমর্থকরা মাইক নিয়ে প্রচারণায় গেলে ইউনিয়নের বটতলা এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা তাদের ওপর হামলা চালায়।

এসময় তার প্রচার কাজে ব্যবহৃত দু’টি মাইক, একটি আটোরিকশা ও একটি মোটরসাইকেল ভাঙচুর এবং কর্মীদের মারধর করা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। তবে এ ব্যাপারে কোনো প্রার্থী থানায় অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ