ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

বেড়ায় আ’লীগের দু'গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
বেড়ায় আ’লীগের দু'গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২০

পাবনা: পাবনার বেড়ায় আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে দু’দফা সংঘর্ষে ৬ নেতাকর্মী গুলিবিদ্ধসহ ২০জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি ) সকাল ও বুধবার রাতে কোরবান আলী সরদার ও তার কর্মী সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী নাসির হোসেন এবং জুলহাস উদ্দিনের কর্মী-সমর্থকদের মধ্যে দু’দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।



আহতদের মধ্যে ঢালার চর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কোরবান আলী সরদার রয়েছেন।

গুলিবিদ্ধ ৬জনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তারা হলেন, কালাম ফকির (৪০), পাশান শেখ (৪৪), সালাম (৫২), অহেদ আলী (৬০),গোলাম খা (৫৫) ও মাহাতাব (২২)। তাদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।

কোরবান আলী সরদার বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার প্রতীক বরাদ্দের পর থেকেই স্থানীয় সংসদ সদস্যের অনুসারী নাসির হোসেন ও জুলহাস উদ্দিনের ক্যাডাররা বন্দুক, কাটা রাইফেল ও ধারালো অস্ত্র নিয়ে মহড়া দিতে থাকে। এক পর্যায় রাত ১১টার সময় ঢালার চরের সিদ্দিক মোড়ে তারা আমাদের অফিসে হামলা ও গুলি চালায়।

এ ঘটনায় আমিনপুর থানায় কোরবান আলী সরদার বাদী হয়ে ঢালারচর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিদ্রোহী প্রার্থী নাসির হোসেন ও আওয়ামী লীগ নেতা জুলহাস আলীসহ অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ