ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় ওয়ার্ড যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
বগুড়ায় ওয়ার্ড যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী মধ্যপাড়া তিনমাথা মোড়ে ১৮নং ওয়ার্ড যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৪ মার্চ) বিকেলে স্থানীয় যুবলীগ নেতা রাজ মাহমুদ কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়।



বিশেষ অতিথি হিসেবে জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শুভাশীষ পোদ্দার লিটন ও আমিনুল ইসলাম ডাবলু বক্তব্য রাখেন।

সম্মেলনের উদ্বোধন করেন শহর যুবলীগের সভাপতি মাহফুজুল আলম জয় ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শহর যুবলীগের সাধারণ সম্পাদক উদয় কুমার বর্মন।

সম্মেলনে প্রধান অতিথি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায় বলেন, বর্তমান সরকার উন্নত রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সরকারের সফলতা বিনষ্ট করতে দেশে-বিদেশে চক্রান্ত করে যাচ্ছে বিএনপি-জামায়াত জোট।  

সম্মেলনে জেলা যুবলীগ নেতা মাকছুদুল আলম খোকন, অধ্যক্ষ সহিদুল ইসলাম দুলু, সাজেদুর রহমান সিজু, মতিন আলী প্রামাণিক, আব্দুল মতিন সরকার, এজেডএম মাহমুদুর রহমান মিলন, মোশারফ হোসেন বুলবুল, রফিকুল ইসলাম অরুন, কামরুল হুদা উজ্জল, আব্দুর রহমান পাপ্পু, শেখ ফারহান অরছি, রহমাতুল ইসলাম মনির, রেজাউল বারী মিন্টু, সোহেল, ফিরোজ প্রমুখ বক্তব্য রাখেন।

শেষে রাজ মাহমুদ কাওছারকে সভাপতি, শামীম আহম্মেদ কাজলকে সাধারণ সম্পাদক ও ইব্রাহিম পাইকারকে সাংগঠনিক সম্পাদক করে ১৮নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ