ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

পটুয়াখালী জেলা বিএনপির সহসভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
পটুয়াখালী জেলা বিএনপির সহসভাপতি গ্রেফতার ছবি: প্রতীকী

পটুয়াখালী: নাশকতার মামলায় পটুয়াখালী জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবদুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার বদরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।



গ্রেফতার হওয়া বিএনপি নেতা আবদুস সালাম বদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বাংলানিউজকে জানান, আবদুস সালামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান টোটন অভিযোগ করে বলেন, সরকারদলীয় লোকজন আবদুস সালামকে পুলিশ দিয়ে গ্রেফতার করিয়েছে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬        
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ