ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজদিখানে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
সিরাজদিখানে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

মুন্সীগঞ্জ: সিরাজদিখানের খাসমহল বালুরচর গ্রামে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছেন।  
 
নির্বাচনী প্রচারণা চালানোর সময় সোমবার (০৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।


 
আহতদের মধ্যে আওলাদ হোসেন নামে বিএনপির এক কর্মীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  
 
স্থানীয়রা জানায়, উপজেলার বালুরচর ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আমিনউদ্দিন চৌধুরী বিকেলে খাসমহল বালুরচর গ্রামে নির্বাচনী প্রচারণা চালাতে যান। এ সময় যুবদল নেতা মুক্তার হোসেনের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর তর্কবিতর্ক হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে পাঁচজন আহত হন।
 
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।