ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় তারেক রহমানের ‘কারাবরণ দিবস’ পালন

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
বগুড়ায় তারেক রহমানের ‘কারাবরণ দিবস’ পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া জেলা বিএনপির উদ্যোগে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দশম কারাবরণ দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৭ মার্চ) বিকেলে শহরের নবাববাড়ি দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।



সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক হেলালুজ্জামান তালুকদার লালু, সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, মামুনুর রশিদ মিঠু, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, উপদেষ্টা মো. শোকরানা, জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মো. মেহেদী হাসান হিমু প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
এমবিএইচ/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।