ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় আ’লীগের ৭ মার্চের আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
খুলনায় আ’লীগের ৭ মার্চের আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ মার্চ) সন্ধ্যায় খুলনা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।



খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান এমপি’র সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ।

আওয়ামী লীগ নেতা মো. মুন্সি মাহবুব আলম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট চিশতি সোহরাব হোসেন, এম ডি এ বাবুল রানা, সদর থানা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল প্রমুখ।

এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, দিনব্যাপী প্রত্যেক ওয়ার্ডে ও সব সহযোগী সংগঠনের কার্যালয়ে বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ প্রচারসহ নানা কর্মসূচি পালন করে দলটি।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।