ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

রাজনীতি

তিন মাস আগে লন্ডনে কমিটি, ১৯ মার্চ কাউন্সিল

মান্নান মারুফ, সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
তিন মাস আগে লন্ডনে কমিটি, ১৯ মার্চ কাউন্সিল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান গত বছরের শেষ দিকে লন্ডনে বসেই বিএনপির নতুন কমিটি চূড়ান্ত করেছেন। আগামী ১৯ মার্চ যা কাউন্সিলের মাধ্যমে জানানো হবে।

 

গত ১৬ সেপ্টেম্বর ২০১৫ খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর ঢাক‍া থেকে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের তৈরি করা তালিকা নিয়ে ছেলে তারেক রহমানের সঙ্গে পরপর তিন দিন বৈঠকে বসেন। বৈঠকে দলের কোন নেতাদের কোন পদ দেবেন সিদ্ধান্ত হয়। আর সেই সিদ্ধান্ত অনুযায়ী ১৯ মার্চ দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।

প্রায় ২ মাস লন্ডনে অবস্থান শেষে ২১ নভেম্বর ২০১৫ খালেদা জিয়া বাংলাদেশে আসেন।

লন্ডন বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্র বাংলানিউজকে এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, মা-ছেলের বৈঠকে বিএনপির স্থানীয় কমিটিসহ জেলা পর্যায়ের সকল কমিটির তালিকা তৈরি করা হয়।

বৈঠকে সিনিয়র যুগ্ম মহাসচিবের পদ ও বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক সচিবের একটি পদ গঠন করা হয়েছে বলেও দাবি করে সূত্র।

সূত্র জানায়, স্থায়ী কমিটির তালিকায় রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন, শাহ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যডভোকেট খন্দকার মাহব‍ুব হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. ওসমান ফারুক।

ইতোমধ্যেই স্থায়ী কমিটির বেশ কয়েকটি পদ খালি রয়েছে। আর যাদের বেশি বয়স হয়েছে তাদের উপদেষ্টা পরিষদে নিয়ে নতুনদের স্থায়ী কমিটিতে নিয়ে আসা হবে বলেও সূত্র জানিয়েছে।

সিনিয়র যুগ্ম মহাসচিব পদে তালিকায় রয়েছেন- যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বিএনপির চেয়াপারসনের রাজনৈতিক সচিব হচ্ছেন বর্তমান যুগ্ম মহাসচিব মো. শাহজাহান।

ভাইস চেয়ারম্যান পদেও নতুন করে কয়েকজন নিয়োগ পাচ্ছেন বলে সূত্র দাবি করছে। তারা হলেন- ব্যারিস্টার শাহজাহান ওমর, আমান উল্লাহ আমান, সালাহ উদ্দিন আহমেদ, মিজানুর রহমান মিনু, অধ্যাপক আব্দুল মান্নান, এম এ মান্নান, বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদুসহ আরো কয়েকজন।

যুগ্ম মহাসচিব পদে তালিনায় রয়েছেন- মুজিবুর রহমান সরওয়ার, হারুনুর রশিদ, মশিউর রহমান, চট্টগ্রাম বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারসহ ৩০টি পদে নুতুন নেতৃত্ব আসছে।

এছাড়া জেলা পর্যায়েও বড় পরিবর্তন আসছে বলে সূত্র জানিয়েছে। তবে এ কমিটিতে পরীক্ষিতরাই প্রাধান্য পাবে।        

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
এমএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।