ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় অস্ত্র-গুলিসহ যুবদলকর্মী গ্রেফতার

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
বগুড়ায় অস্ত্র-গুলিসহ যুবদলকর্মী গ্রেফতার

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ রবিউল ইসলাম (৩৫) নামে এক যুবদল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৭ মার্চ) সন্ধ্যায় দুপচাঁচিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।



মঙ্গলবার (০৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় বাংলানিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
 
রবিউল উপজেলার পাইকপাড়ার মৃত আলিমুদ্দিনের ছেলে।

ওসি জানান, তাকে গ্রেফতারের পর তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে সোমবার গভীর রাতে তার বাড়ির গোয়াল ঘর থেকে ১টি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা জানান, যুবদল কর্মী রবিউলের বিরুদ্ধে ১৩-১৪টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
এমবিএইচ/বিএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।