ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

রাজনীতি

রংপুর থেকে মান্নান মারুফ

ভোট যেখানেই পড়ুক, চেয়ারম্যান একজনই

মান্নান মারুফ ও সাইফুর রহমান রানা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
ভোট যেখানেই পড়ুক, চেয়ারম্যান একজনই

রংপুর থেকে: ভোট যেখানেই পড়‍ুক চেয়ারম্যান হবেন একজনই। তিনি হলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নুর আলম।



রংপুরের পীরগাছা উপজেলার ১নং কল্যাণী ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের প্রার্থী নুরুল আলমের সমর্থকরা এমনটাই প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপি, জাতীয় পার্টি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা।

তবে এ অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নুর আলম বলেন, এই ইউনিয়নে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কোনো প্রকার অশান্ত পরিবেশ সৃষ্টি করার কোনো সুযোগ নেই। এখানে বিএনপি, জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী যারাই রয়েছেন তারা সকলেই ভালো মানুষ। সকলেই চান সুন্দর ও সুষ্ঠ‍ু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করার চিন্তাও কেই করতে পারবে না। সকল প্রার্থীই ভোটারদের উপর নির্ভরশীল।
 
বিএনপির মনোনীত প্রার্থী জিকরুল আমিনের সঙ্গে আলাপকালে তিনি বাংলানিউজকে বলেন, ভিন্ন কথা শুনতে পাচ্ছি।   নুর আলমের সমর্থকরা বলে বেরাচ্ছেন, নির্বাচনে ভোট হোক বা না হোক জয়ী হবে আওয়ামী লীগের প্রার্থী।

জিকরুল বলেন, প্রায় ১৪ বছর পর এ ইউনিয়নে নির্বাচন হচ্ছে। সাধারন মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তবে কেউ কেউ নানা ধরনের গুজব ছড়িয়ে ভোটারদের মাঝে আতংক সৃষ্টি করছে।

তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশ পুলিশে কর্মরত আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর ভাই তরিকুল ইসলাম শফিকুলকে গাইবান্ধা থেকে রংপুর কোতয়ালী থানায় আনা হয়েছে। তিনি প্রায় দিন নির্বাচনী এলাকায় এসে তার ভাইয়ের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এ বিষয়টি নিয়ে সাধারণ মানুষ নানা কথা বলছেন। তিনি বিষয়টি নির্বাচন কমিশন দেখবেন বলে আশা করেন।

জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী জলিল সরকারের সঙ্গে আলাপকালে তিনি বাংলানিউজকে বলেন, এলাকার মানুষ খুবই শান্তি প্রিয়। তবে এখানে কেউ ভোট ছিনিয়ে নেওয়ার চেষ্ঠা করলে জনগণ শুধু প্রতিহতই করবে না, এলাকায় গন্ডগোল ছড়িয়ে পড়বে।

ভোট যেখানেই পড়ুক নির্বাচিত হবে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এমন প্রচারণা চালানো হচ্ছে অভিযোগ করে জাতীয় পার্টির প্রার্থী বলেন, সাধারণ ভোটারদের মধ্যে ভীতির সৃষ্টি করা হচ্ছে। যা সুষ্ঠু নির্বাচনের পরিপন্থি।

ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আবু তাহের সরকারি দলের প্রার্থীর গুজব ছড়ানোর কথা উল্লেখ্য করে বলেন, এ অবস্থা চলতে থাকলে সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন না। যা সুষ্ঠু নির্বাচন হওয়ার ক্ষেত্রে বড় বাধা।

রংপুর জেলা নির্বাচন কর্মকর্তা জিএম মাহাতাব উদ্দিন জানান, যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন করা হবে। কোনো গুজবে কান না দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, রংপুর জেলার ৭৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রথম ধাপে একটি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেটি হলো পীরগাছা উপজেলার ১নং কল্যানী ইউনিয়ন পরিষদ।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
এমএম/বিএস

** বিএনপি অফিসে তালা, আ’লীগ অফিসে চাঁদের হাট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।