ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

সুষ্ঠু নির্বাচনের দাবিতে পাথরঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
সুষ্ঠু নির্বাচনের দাবিতে পাথরঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

বরগুনা: অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দাবিতে বরগুনার পাথরঘাটা উপজেলার সাতটি ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুর ১২টায় বরগুনা প্রেসক্লাবে পাথরঘাটা উপজেলার সাত ইউনিয়নের ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা সংবাদ সম্মেলন করেন।



সংবাদ সম্মেলনে বরগুনা জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা, সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম ও পাথরঘাটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী ফারুক, পাথরঘাটা উপজেলার নাচনা পাড়া ইউনিয়নের মো. কামরুজ্জামান মোস্তফা, পাথরঘাটা সদর ইউনিয়নের এম মতিউর রহমান, কালমেঘা ইউনিয়নের নুরে আফরোজ হ্যাপি, কাকচিড়া ইউনিয়নের মো. আবুল কালাম, কাঠালতলি ইউনিয়নের মো. হাবিবুর রহমান, রায়হান পুর ইউনিয়নের মো. আবুল হোসেন চরদুয়ানি ইউনিয়নের মো. কামরুল ইসলামসহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

এসময় লিখিত বক্তব্যে তারা বলেন, পাঘরঘাটা আওয়ামী লীগের প্রার্থীরা সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। সেখানে প্রতি ঘরে ঘরে গিয়ে ভোটারদের হুমকি ধমকি দেওয়া হচ্ছে। নৌকা প্রতীকের বাইরে কেউ ভোট দিতে চাইলে তাদের ভোট কেন্দ্রে যেতে নিষেধ করা হচ্ছে। যদিও কেউ ভোট দিতে যায় তাকে টেবিলের উপর সবার সামনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।

তারা আরো বলেন, আমরা এলাকায় জনপ্রিয় প্রার্থী তাই আমাদের ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার নিশ্চয়তা সরকারকে দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।