ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে ছাত্রলীগ দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
সিলেটে ছাত্রলীগ দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা

সিলেট: আধিপত্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটের টিলাগড়ে ছাত্রলীগ দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।  
 
মঙ্গলবার (০৮মার্চ) দুপুরে ছাত্রলীগ নেতা রুবেল আহমদ বাদী হয়ে নগরীর শাহপরান থানায়  মামলাটি দায়ের করেন।



মামলায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলা দায়েরর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন নগরীর শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, সোমবার (০৭ মার্চ) এমসি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুটি গ্রুপের সংঘর্ষে এ মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (০৭ মার্চ) দুপুরে এমসি কলেজ ক্যাম্পাসে আধিপত্য নিয়ে নগরীর টিলাগড় এলাকায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী ও এমসি কলেজ ছাত্রলীগের সঞ্জয়-কামরুল গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১২ কর্মী-সমর্থক আহত হন। এদের মধ্যে শাহীন নামের এক ছাত্রলীগ কর্মীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।