ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

রাজনীতি

‘চোরাগোপ্তা পদ্ধতিতে নেতা নির্বাচন করছে বিএনপি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
‘চোরাগোপ্তা পদ্ধতিতে নেতা নির্বাচন করছে বিএনপি’ ড. হাছান মাহমুদ

ঢাকা: জ্বালাও-পোড়াও ও চোরাগোপ্তা হামলা করে আন্দোলনে ব্যর্থ হয়ে এখন নেতা নির্বাচনেও বিএনপি চোরাগোপ্তা পদ্ধতি গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

মঙ্গলবার (০৮ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবিতে আয়োজিত এক সমাবেশ ও মানবন্ধনে তিনি এ মন্তব্য করেন।



ড. হাছান বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগসহ অন্যান্য দলে যখন কাউন্সিল হয় তখন নির্বাচনের আগে কেউ নির্বাচিত হয় না, নির্বাচন করার পর তারা নির্বাচিত হয়। কিন্তু খালেদা জিয়া ও তারেক রহমান কাউন্সিলের দুই সপ্তাহ আগেই নির্বাচিত হয়েছেন।

‘সম্মেলন হয় নাই, ডেলিগেটরা আসে নাই, নেতাকর্মীরা আসে নাই, তার আগেই তারা নির্বাচিত হয়েছেন। ’ তিনি বলেন, খালেদা জিয়া নেতাকর্মীদের ক্ষোভের মুখে পড়তে পারেন এমন আশঙ্কায় তড়িঘড়ি করে তাদের নির্বাচিত করা হয়েছে।

‘যুদ্ধাপরাধীদের বিচারের মতো এদেশে যুদ্ধাপরাধীদের সহযোগী, যারা যুদ্ধাপরাধীদের আশ্রয় দিয়েছে, মন্ত্রী বানিয়েছে তাদেরও বিচার হবে। এমন আশাই করেন দেশের মানুষ। ’

যুদ্ধাপরাধীদের ফাঁসির রায়ে বিএনপির কোনো প্রতিক্রিয়া না দেওয়া প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, আসলে বিএনপি প্রচণ্ড হতাশায় ভোগে যুদ্ধাপরাধীদের রায় প্রকাশের পরে, তাই তারা কোনো মন্তব্য করে না।

সমাবেশ অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ নেতা সাজাহান সাজু, এম এ করিম, ফজলুল হক, শাহাদাত হোসেন টয়েল প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।