ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

রাজনীতি

মীর কাসেমের ফাঁসি বহালে রাজশাহীতে আনন্দ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
মীর কাসেমের ফাঁসি বহালে রাজশাহীতে আনন্দ মিছিল

রাজশাহী: একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত মীর কাসেম আলীর আপিলের রায় উচ্চ আদালতে বহাল থাকায় রাজশাহীতে আনন্দ মিছিল করেছে মহানগর আওয়ামী লীগ।

মঙ্গলবার (০৮ মার্চ) দুপুরে এসব কর্মসূচি পালিত হয়।

দুপরে মহানগরের কুমারপাড়াস্থ নগর আওয়ামী লীগের কার্য‍ালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের করা হয়।

এরপর ত‍া নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ স্থানীয় আওয়ামী লীগ নেত‍ারা।

এতে আওয়ামী লীগ ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেয়। মিছিল শেষে স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মার্চ  ০৮, ২০১৬
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।