ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

রাজনীতি

কোরাম ছাড়াই জাপার সম্মেলন প্রস্তুতি কমিটির বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
কোরাম ছাড়াই জাপার সম্মেলন প্রস্তুতি কমিটির বৈঠক

ঢাকা: রওশন এরশাদপন্থিদের বর্জনের কারণে কোরাম ছাড়াই অনুষ্ঠিত হলো জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির প্রথম সভা। সভায় ১৭১ সদস্যের মধ্যে মাত্র ২৫ জন সদস্য উপস্থিত ছিলেন বলে জানাচ্ছে দলীয় সূত্র।



মঙ্গলবার (৮ মার্চ) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পার্টির কো-চেয়াম্যান ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও কোরাম সংকটের কারণে পৌনে ১২টায় শুরু হয় বৈঠকটি।
 
এ বৈঠকের ব্যাপারে রওশনপন্থি বলে পরিচিত জাতীয় পার্টির একজন সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বাংলানিউজকে জানান, আমি শুনেছি মাত্র ১৭ জন সদস্য সভায় উপস্থিত ছিলেন। এমপিদের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ৩ জন। এই সভা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এখানে কোনো সিদ্ধান্ত নিলে তা নীতিগতভাবে বৈধ হবে না।
 
তবে জাতীয় পার্টির দপ্তর সম্পাদক সুলতাম মাহমুদ ‍বলেন, বৈঠকে মাত্র ১৭ জন সদস্যের উপস্থিতির খবর সঠিক নয়। কমিটির শতাধিক সদস্যই উপস্থিত ছিলেন বৈঠকে। এর বাইরে আরও অনেকে অংশ নিয়েছিলেন।
 
বৈঠকে কোরামের কোনো প্রয়োজন নেই দাবি করে সুলতান মাহমুদ বলেন, জাতীয় পার্টির মহাসচিব চাইলে একাই সিদ্ধান্ত নিতে পারেন। এতে কোনো সমস্যা নেই।
 
বৈঠকে গঠণতন্ত্র সংশোধনী উপ-কমিটি, অর্থ উপ-কমিটি, প্রচার উপ-কমিটি, সংস্কৃতি উপ-কমিটি, ব্যবস্থাপনা উপ-কমিটি, শৃঙ্খলনা উপ-কমিটি, মঞ্চসজ্জা উপ-কমিটি, অভ্যর্থনা উপ-কমিটি ও দপ্তর উপ-কমিটি গঠন করা হয়েছে। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অনুমোদনের ভিত্তিতে উপ-কমিটি সমূহ কার্যকর হবে। বৈঠকে আগামী ১৬ এপ্রিল ঘোষিত তারিখে পার্টির কেন্দ্রীয় কাউন্সিল আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত হয়।
 
এছাড়া কমিটিতে আরও ৩০ জন সদস্য কো-অপ্ট করার বিষয়ে সিদ্ধান্ত হয় বৈঠকে। এর ফলে এখন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ালো ২০১ এ।
 
সম্প্রতি পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রংপুরে এক জনসংভায় জিএম কাদেরকে আহ্বায়ক ও এবিএম রুহুল আমিন হাওলাদারকে সম্মেলন প্রস্তুতি কমিটি সদস্য সচিব ঘোষণা করেন। একইসঙ্গে জিএম কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ভবিষ্যত কাণ্ডারী ঘোষণা করেন।
 
আর এতেই বেঁকে বসেন রওশনপন্থিরা। এরশাদের সকল কর্মসূচি বর্জন করে চলছেন তারা। এরশাদকে দফায় দফায় আল্টিমেটাম দিয়ে এ সব সিদ্ধান্ত বাতিলের জন্যও বলে যাচ্ছেন তারা। কিন্তু এখন পর্যন্ত সাড়া দেননি তিনি। এমন পরিস্থিতিতেই জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হলো।
 
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ৮ মার্চ, ২০১৬
এসআই/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।