ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

রাজনীতি

সুন্দরগঞ্জে কাপাসিয়া ইউপি নির্বাচন স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
সুন্দরগঞ্জে কাপাসিয়া ইউপি নির্বাচন স্থগিত

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৫ নম্বর কাপাসিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও রিটার্নিং অফিসার এনামুল হক বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।



তিনি আরো বলেন, হাইকোর্ট থেকে এ সংক্রান্ত একটি চিঠি মঙ্গলবার বিকেলে আমাদের কার্যালয়ে এসে পৌঁছার পর নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।  

সীমানা জটিলতা নিয়ে ২০১৪ সালের ২ ডিসেম্বর হাইকোর্ট বিভাগে দাখিলকৃত আবেদনের পরিপ্রেক্ষিতে কাপাসিয়া ইউনিয়নের জারিকৃত তফসিল স্থগিত ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এ ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চেয়ারম্যান পদে চারজন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।