ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর জন্মদিনে ময়মনসিংহ ছাত্রলীগের আনন্দ র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
বঙ্গবন্ধুর জন্মদিনে ময়মনসিংহ ছাত্রলীগের আনন্দ র‌্যালি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে আনন্দ র‌্যালি করেছে শহর ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে এ আনন্দ র‌্যালি বের হয়।

শহর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফের নেতৃত্বে র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে ফের জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

দীর্ঘ এ শোডাউনে নগরজুড়ে অন্যরকম এক আবহ তৈরি হয়। র‌্যালি শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।