ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

আদিতমারী উপজেলা বিএনপির সভাপতি বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
আদিতমারী উপজেলা বিএনপির সভাপতি বহিষ্কার মোহাম্মদ আলী

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আলীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে এ সংক্রান্ত একটি চিঠি তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।



দলীয় সূত্রে জানা গেছে, আদিতমারী উপজেলা বিএনপির সভাপতি ভেলাবাড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী দলীয় আদর্শ ভুলে গিয়ে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগে যোগদানের চেষ্টা করছে। এ কারণে  উপজেলা বিএনপি বুধবার (১৬ মার্চ) রাতে এক জরুরি বৈঠকে তার উপর অনাস্থা প্রদর্শন করে। সেই সঙ্গে তাকে দ্রুত বহিষ্কারের সুপারিশ জানিয়ে উপজেলা কমিটি জেলা ও কেন্দ্রীয় কমিটিকে অনুলিপি দিয়েছে।

বৃহস্পতিবার সকালে অনাস্থার চিঠিটি মোহাম্মদ আলীর নিজ বাড়িতে পৌঁছে দিয়েছে উপজেলা বিএনপি। সেই সঙ্গে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সিনিয়র সহ সভাপতি সাপ্টিবাড়ি ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মোহাম্মদ আলীর ওপর অনাস্থা প্রদর্শন করেছে উপজেলা বিএনপি। সেই সঙ্গে তাকে দ্রুত বহিষ্কারের জন্য জেলা ও কেন্দ্রীয় বিএনপিকে অনুলিপি দেওয়া হয়েছে।

লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা বাংলানিউজকে জানান, কেন্দ্রীয় সম্মেলন শেষে জেলা নেত্রীবৃন্দ ফিরে এলেই উপজেলা বিএনপির অনাস্থার সিদ্ধান্ত কর্যকর করা হবে।

সদ্য বহিষ্কৃত উপজেলা বিএনপির নেতা বেশকিছু নেতাকর্মীসহ শুক্রবার (১৮মার্চ) আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগে যোগদান করবেন বলে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। আদিতমারী উপজেলার ভেলাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানের হাতে ফুলেল শুভেচ্ছায় আনুষ্ঠানিক ভাবে যোগদানের কথা রয়েছে।   

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।