ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

পৌর নির্বাচন

ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী ঐক্যজোটের মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী ঐক্যজোটের মতবিনিময় সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের আশঙ্কা প্রকাশ করেছে ইসলামী ঐক্যজোট।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে  এক মতবিনিময় সভায় এ আশঙ্কার কথা জানান ইসলামী ঐক্যজোটের মেয়র প্রার্থী মাওলানা মোহাম্মদ ইউসুফ ভূঁইয়া।



শহরের কান্দিপাড়া মাদ্রাসা রোডে দলের জেলা কার্যালয়ের সামনে মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে তিনি বলেন,  পৌরসভা নির্বাচনকে নিয়ে কোনো ষড়যন্ত্রের চেষ্টা করা হলে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের জনগণ, আলেম সমাজ ও পৌর এলাকার ভোটারদের নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

তিনি বলেন, নির্বাচনের পরিবেশ দূষিত হলে এর দায়ভার ক্ষমতাসীন দল, প্রশাসন ও নির্বাচন কমিশনকে বহন করতে হবে।

জেলা ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক মুফতি এনামুল হাসানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় চেয়ারম্যান আব্দুল লতিফ নিজামী, উপদেষ্টা মনিরুজ্জামান সিরাজী ও ভাইস চেয়ারম্যান আবুল হাসানাত আমিনী।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।