ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

কমরেড আব্দুল হামিদের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির গভীর শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
কমরেড আব্দুল হামিদের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির গভীর শোক

ঢাকা: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঝিনাইদহ জেলা কমিটির সদস্য ও কৃষক নেতা কমরেড আব্দুল হামিদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টি।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে এক বিবৃতিতে এ শোক জানানো হয়।

বিবৃতিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি গভীর শোক প্রকাশ করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আব্দুল হামিদ এদিন বিকেল ৪টা ৫০ মিনিটে ঝিনাইদহে নিজ বাস ভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।