ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

কাউখালীতে আ’লীগ প্রার্থীর চাচাকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
কাউখালীতে আ’লীগ প্রার্থীর চাচাকে কুপিয়ে জখম

পিরোজপুর: পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মাহামুদ খান খোকনের চাচা আবদুল মজিদ খানকে (৬০) কুপিয়ে জখম করেছে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান প্রার্থী বজলুর রহমান নান্নুর সমর্থকেরা।

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ নিলতী গ্রামে এ ঘটনা ঘটে।



আহত আবদুল মজিদ খান জানান, রাতে বাড়ি ফেরার পথে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান প্রার্থী বজলুর রহমান নান্নুর লোকজন তাকে কুপিয়ে জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের ওপর দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা ককটেল নিক্ষেপ করলে একজন আহত হয়।

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে উপজেলায় বড় মাছুয়া বাজারে এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নাসির হাওলাদারের অভিযোগ, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বড় মাছুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাইনুল ইসলামের কর্মী মারুফ, জুয়েল, জামাল ও লোকমান মাছুয়া বাজারে থাকা আমার নির্বাচনী কার্যালয়ে এসে বোমা ফাটায়।

এ সময় ইয়াহিয়া (৪৫) নামে আমার এক কর্মী বোমার আঘাতে আহত হন ও নুরুল ইসলাম (৩৪) নামে আরেক কর্মীকে কুপিয়ে জখম করা হয়।

বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মাইনুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করে বলেন, নাসিরের কর্মীদের ওপর হামলার সঙ্গে আমার কোনও কর্মী জড়িত নয়। এ ঘটনা তারা নিজেরা সৃষ্টি করেছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। বোমা নয় পটকা ফাটানো হয়েছে। তবুও ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
আরএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।