ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

পল্টনে কার্ড-ফিতা নিয়ে ছাত্রদলের মারামারি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
পল্টনে কার্ড-ফিতা নিয়ে ছাত্রদলের মারামারি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কাউন্সিলের কার্ড ও ফিতা বিক্রি নিয়ে পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ছাত্রদল দুই গ্রুপের মধ্যে দফায় দফায় মারামারির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৮ মার্চ) বেলা ১১টায় এ মারামারির ঘটনা ঘটে।



দুই গ্রুপের মারামারিতে কেন্দ্রীয় কার্যালয়ে প্রভাব না পড়লেও রাস্তায় দলের শত শত নেতাকর্মীদের মাঝে হতাশা দেখা দিয়েছে। দলের শুভক্ষণে এ ধরনের ঘটনায় দুঃখ প্রকাশ করেন কার্যালয়ের সামনে জড়ো হওয়ায় বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা নেতাকর্মীরা।

নেতাকর্মীরা বাংলানিউজকে বলেন- সাধারণ বিষয়ে নিয়ে ছাত্রদল নেতাকর্মীদের মাঝে এ রকম মরামারি এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা এ ঘটনায় খুব কষ্ট পাচ্ছি।

শনিবার (১৯ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
এমএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।