ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

‘বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে না’

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
‘বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে না’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): কাউন্সিলের মাধ্যমে বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
 
শনিবার (১৯ মার্চ) সকালে সাভারের নবীনগরে ঢাকা-আরিচা মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।



মন্ত্রী বলেন, ঘুরে দাঁড়ানোর ডাক দিয়ে বিএনপি যে কাউন্সিল আহ্বান করেছে, তাতে ঘুরে দাঁড়ানোর কোনো আভাস পাওয়া যাচ্ছে না। যেহেতু নেতৃত্বে কোনো পরিবর্তন আসছে না, তাই তাদের ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনাও নেই। বিএনপি গণতন্ত্র বাঁচানোর কথা বলে পেট্রোল বোমা ও আগুন নিয়ে মাঠে নেমেছিলো। এবারও তারা পেট্রোল বোমা ও আগুন নিয়ে ঘুরে দাঁড়াতে যাচ্ছে কিনা, সেটিই এখন দেখার বিষয়।

বিএনপিকে কাউন্সিল করতে কোনো বাধা দেওয়া হয়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বাধা দিলে তো এতো উৎসবমুখর পরিবেশে কাউন্সিল করতে পারতো না তারা। শুধু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট নয় তাদের চাহিদা মতো সোহরাওয়ার্দী উদ্যানেও স্থান বরাদ্দ দেওয়া হয়েছে।

বিএনপি আগুন সন্ত্রাসের রাজনীতি করে বলেই, তাদের কাউন্সিলে এবার কোনো প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এএটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।