ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

কালিগঞ্জে আ’লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ের সামনে বোমা হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
কালিগঞ্জে আ’লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ের সামনে বোমা হামলা

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কবিরুজ্জামান মন্টুর নির্বাচনী কার্যালয়ের সামনে দু’টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তবে, এতে কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।


 
শনিবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের বেলেডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তফা কবিরুজ্জামান মন্টুর ভাই মোস্তফা আক্তারুজ্জামান বাংলানিউজকে জানান, দুপুরে মুখোশ পরা চার দুর্বৃত্ত হাতে রাম দা নিয়ে মোটরসাইকেলে করে তাদের নির্বাচনী কার্যালয়ের সামনে আসে। এসময় তারা দু’টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের কারণে নির্বাচনী কার্যালয়ে থাকা মানুষ আতঙ্কিত হয়ে দিক-বিদিক ছুটাছুটি শুরু করে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সহিংসতা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।