ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি-জামায়াতের ডাকাতরা গণতন্ত্র হরণ করেছে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
বিএনপি-জামায়াতের ডাকাতরা গণতন্ত্র হরণ করেছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঈশ্বরদী (পাবনা): ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াতের চোর-ডাকাতরা বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতা দখল করে রাষ্ট্রীয় সম্পদ লোপাট করেছে, মানুষের গণতন্ত্র হরণ করেছে।

শনিবার (১৯ মার্চ) ঈশ্বরদী ডাল ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র মাঠে সবুজ কুঁড়ি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



মন্ত্রী বলেন, খেলাধুলার পাশাপাশি আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন মানুষ হিসেবে সন্তানদের গড়ে তুলতে হবে। আর তা সম্ভব হলেই ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব হবে।

তিনি এসময় সন্তানদের মুক্তিযোদ্ধাদের মতো করে গড়ে তোলার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শেখ মোস্তফা জামান, বিজ্ঞানী ড. এএফএম আবদুর রউফ, ড. হাবিবুর রহমান শেখ, ড. আলতাফ হোসেন, ড. আবদুল্লাহ কায়সার। কৃষি গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় আরো বক্তব্য রাখেন কবীর আলী হিরু ও শামসুল হক।

ভূমিমন্ত্রী আরো বলেন, সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের খেলাধুলার উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন। এজন্য দেশের খেলোয়াড়রা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুনাম অর্জনে সক্ষম হয়েছে।

পরে মন্ত্রী কৃতি ছাত্রছাত্রী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।