ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

সোনাগাজী পৌর নির্বাচনে ভোট গ্রহণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
সোনাগাজী পৌর নির্বাচনে ভোট গ্রহণ শুরু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ফেনীর সোনাগাজী পৌরসভায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই কয়েকটি কেন্দ্র ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো।



রোববার (২০ মার্চ) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনের সহকারীর রির্টানিং অফিসার মাইনুল হক বাংলানিউজকে জানান, নির্বাচনে ভোট গ্রহণকালে ২ প্লাটন বিজিবি, ২ প্লাটন র‌্যাব, পুলিশ সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে।

এ ছাড়াও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পাশাপাশি আরও ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজত রয়েছেন। প্রতিকেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষায় অস্ত্রধারী ১০ জন পুলিশ ও ১৪ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) হুমায়ুন কবির জানান, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে পুলিশ। কড়া নজরদারিতে থাকবে ভোট কেন্দ্রগুলো।

এ পৌরসভায় মোট ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। কেন্দ্রগুলো হচ্ছে- ১নং ওয়ার্ডে মধ্যম বাখরিয়া চৌরাস্তা সংলগ্ন কমিউনিটি ক্লিনিক। সেখানে ভোটার সংখ্যা ১৬০৬ জন, ২নং ওয়ার্ডে উত্তর চরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে ভোটার ১১৭৭, ৩ নং ওয়ার্ডে আল হেলাল একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ কেন্দ্রে ভোটার ৮৫৯ জন, ৪নং ওয়ার্ডে দারুল উলুম মাওলানা মজিবুর রহমান নুরানী ও হাফেজিয়া মাদরাসা কেন্দ্র। এখানে ভোটার ১১৫৪ জন, ৫নং ওয়ার্ডে এনায়েত উল্যাহ মহিলা কলেজ কেন্দ্র। ভোটার ২২১৬ জন, ৬নং ওয়ার্ডে তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঘূর্ণিঝড় আশ্রায়ণ কেন্দ্র। সেখানে ভোটার ১৯৫২ জন, ৭নং ওয়ার্ডে সোনাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ কেন্দ্রে ভোটার ১৪৫৩। ৮ নং ওয়ার্ডে সোনাগাজী প্রি-ক্যাডেট ইনস্টিটিউট কেন্দ্র। ভোটার সংখ্যা ১৮৬২ জন, ৯নং ওয়ার্ডে রওজাতুল উলূম রহমানিয়া মাদরাসা কেন্দ্রে ১৯১১ জন ভোটার রয়েছেন।

এ পৌরসভায় ৯টি সাধারণ ওয়ার্ড, ৩টি সংরক্ষিত ওয়ার্ড, ভোট কক্ষের সংখ্যা ৪৪টি নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৪১৯০জন। পুরুষ ৭১৮৭, নারী ৭০০৩ জন।

সূত্রে জানায়, ৯টি কেন্দ্রে ৯জন প্রিজাইডিং অফিসার ৪৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ৮৮ জন পোলিং অফিসার, সহ মোট ১৪১ জন কর্মকর্তা ভোট গ্রহণের দায়িত্বে কেন্দ্রগুলোতে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৪৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।