ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

নেছারাবাদে আ’লীগ প্রার্থীর কার্যালয়ে হামলার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
নেছারাবাদে আ’লীগ প্রার্থীর কার্যালয়ে হামলার অভিযোগ

পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জলাবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আশিষ কুমার বড়ালের নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ওই প্রার্থীর সমর্থক কাইয়ুমকে অপহরণ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।



শনিবার (১৯ মার্চ) দিনগত রাত সাড়ে ১১টার দিকে জলাবাড়ি ইউনিয়নের ইদেলকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

আশিষ কুমারের অভিযোগ, শনিবার রাতে জাতীয় পার্টির  (জেপি) মনোনীত প্রার্থী তৌহিদুল ইসলামের সমর্থকেরা এ হামলা চালিয়েছে। এ সময় সেখানে উপস্থিত কাইয়ুমকে তুলে নিয়ে যায় তারা।

তবে এ অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেছেন জেপি প্রার্থী তৌহিদুল ইসলাম। তিনি বাংলানিউজকে বলেন, আশিষ কুমারের সমর্থকেরা তার মাঝিবাড়ি এলাকার নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে।

বাংলাদেশ সময়: ০৯০৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।