ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

কালীগঞ্জ পৌরসভায় ভোট গ্রহণ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
কালীগঞ্জ পৌরসভায় ভোট গ্রহণ চলছে

ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু  হয়েছে।

রোববার (২০ মার্চ) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলেবে বিকেল ৪টা পর্যন্ত।

১৯টি ভোট কেন্দ্রের ১২০টি কক্ষে একটানা এ ভোটগ্রহণ চলবে।

পৌরসভার মোট ৩৭ হাজার ১০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৬৩০ জন ও নারী ভোটার ১৮ হাজার ৪৭৩ জন।

এবারের নির্বাচনে মেয়র পদে পাঁচজন ও কাউন্সিলর পদে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ৬ জন ম্যাজিস্ট্রেট ছাড়াও র‍্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা সার্বক্ষণিক টহলে রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
আরএইচএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।