ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

পৌরসভা নির্বাচন

ভাঙ্গায় নারী ভোটারদের উপস্থিতি বেশি

রেজাউল করিম বিপুল, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
ভাঙ্গায় নারী ভোটারদের উপস্থিতি বেশি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভাঙ্গা (ফরিদপুর) পৌরসভার ভোট কেন্দ্র থেকে: ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা নির্বাচনে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। আর ভোটের লাইনে প্রায় প্রতিটি কেন্দ্রেই নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়া মতো।



সকালের রান্না-বান্নার কাজ ৮টার আগেই শেষ করে ভোট দিতে এসেছেন তারা। আগে ভাগেই ভোট দিয়ে বাড়িতে গিয়ে দুপুরের রান্না করতে হবে। তাই জোট বেঁধে ভোট দিতে এসেছেন বলে জানালেন ৬নং ওয়ার্ডেরর ১১নং কেন্দ্রের নারী ভোটার শীলা রানী সাহা।

ভোটের সারিতেই শত শত নারী ভোটারদের মধ্যে রহিমা বলেন, ভোটের দিন খুবই আনন্দ লাগে। সবাই মিলে যেকোনো কাজই উৎসবের মতো মনে হয়। তার ওপর নির্বাচন তো আরও আনন্দের। আমাদের পছন্দের জনপ্রতিনিধি আমাদের ভোটে নির্বাচিত করবো তাই সকাল সকালই ভোট দিতে এসেছি।  

আসমা আক্তার নামে এক ভোটার বলেন, সকাল ৮টার আগেই লাইনে দাঁড়িয়েছি। এখন ১০টা বাজে এখনো ভোট দিতে পারিনি। মনে হচ্ছে ভোটের ধীর গতি।

সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।   প্রথম বারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় নির্বাচনী এলাকায় ভোটারদের মাঝে এমন ভোট উৎসবের আমেজ দেখা দিয়েছে।

এ নির্বাচনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ সমর্থিত আবু ফয়েজ মো. রেজা (নৌকা প্রতীক) ও সংসদ সদস্য নিক্সন চৌধুরীর সমর্থন নিয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী আবু জাফর মুন্সী (জগ প্রতীক) লড়ছেন। মেয়র পদে এই দুই প্রার্থীর মধ্যেই লড়াই হবে মনে করছেন ভোটাররা।

এছাড়া বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. অহিদুজ্জামান অহিদ, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী আছাদুজ্জামান আছাদ মিয়া (হাতপাখা) ও আরও একজন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আবুল ফজল প্রিন্স (নারকেল গাছ প্রতীকে) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম বাংলানিউজকে জানান, ৫  মেয়র প্রার্থী ছাড়াও ৩৩ জন কাউন্সিলর ও সংরক্ষিত আসনে ১০ নারী কাউন্সিলর প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচনে ২৪ হাজার ৬৬২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

এর মধ্যে পুরুষ ১২ হাজার ৩৪০ জন ও নারী ১২ হাজার ৩২২ জন। ৯টি ওয়ার্ডে ১৫টি ভোট কেন্দ্রে ৮১টি কক্ষে ভোট গ্রহণ চলছে।

তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন করতে পুলিশ, র‌্যাব, বিজিবিসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছে। এছাড়া ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
আরকেবি/পিসি

** ভাঙ্গা পৌর নির্বাচনে ভোট গ্রহণ চলছে
** রাত পোহালেই ভাঙ্গা পৌরসভা নির্বাচন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।