ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

রংপুরের হারাগাছ পৌরসভায় ভোট গ্রহণ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
রংপুরের হারাগাছ পৌরসভায় ভোট গ্রহণ চলছে

রংপুর: রংপুরের হারাগাছ পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু  হয়েছে।

রোববার (২০ মার্চ) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলেবে বিকেল ৪টা পর্যন্ত।



এ পৌরসভার ২০টি কেন্দ্রে ৪৬ হাজার ৭৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাকিবুব রহমান, বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে মনোনীত প্রার্থী মোনায়েম হোসেন ফারুক, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী জাহিদ হোসেন হাত পাখা প্রতীক নিয়ে ও স্বতস্ত্র প্রার্থী হিসেবে সাবেক পৌর মেয়র সাদাকাত হোসেন ঝন্টু মোবাইল ফোন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
এদিকে, নির্বাচনী এলাকার প্রতিটি কেন্দ্রে ১০ জনের অধিক ম্যাজিস্ট্রেট, র‍্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা সার্বক্ষণিক টহলে রয়েছেন।

এ বিষয়ে নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন বাংলানিউজকে জানান, নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন  সেজন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
আরএইচএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।