ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

সোনাগাজী পৌর নির্বাচন বর্জন বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
সোনাগাজী পৌর নির্বাচন বর্জন বিএনপির ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ভোট কারচুপি ও ভোট ডাকাতির অভিযোগ তুলে ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচন বর্জন করেছেন বিএনপি দলীয় মেয়র প্রার্থী জামাল উদ্দিন সেন্টু।

রোববার (২০ মার্চ) সকাল ১১টার দিকে সোনাগাজী পৌর শহরের কলেজ রোড এলাকায় সেন্টু তার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।



এসময় সেন্টু জানান, সকাল ৮টায় ভোট শুরু হওয়ার আগেই বহিরাগত দুর্বৃত্তরা সব ভোট দিয়ে ফেলেছে৷ তাই আমি নির্বাচন বর্জন করছি। আমরা চাই, নির্বাচন কমিশন পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচন আয়োজন করুক।

সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন, সাবেক সভাপতি আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন দোলন, পৌর বিএনপির সভাপতি ভিপি আবুল মোবারক দুলাল, সাবেক সভাপতি জয়নাল আবদীন বাবলুসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।