ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর নির্বাচন বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর নির্বাচন বর্জন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী হাফিজুর রহমান মোল্লা কচি নির্বাচন বর্জন করেছেন।

রোববার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টায় শহরের দক্ষিণ মৌড়াইল এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।



সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সমর্থকদের নিয়ে ৪৮ কেন্দ্রের মধ্যে ৪৩টি দখল করে ব্যালট পেপারে সিল মেরেছেন। প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসাররাও তাদের সঙ্গে দলবদ্ধ হয়ে সিল মেরেছেন। তাছাড়া বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এ অবস্থায় বাধ্য হয়েই নির্বাচন বর্জন করেছি।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।