ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

পৌর নির্বাচন

সোনাগাজীতে কাউন্সিলর প্রার্থীসহ ৩ জনের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
সোনাগাজীতে কাউন্সিলর প্রার্থীসহ ৩ জনের জরিমানা

ফেনী: ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থী ও তার দুই সহযোগীকে জরিমানা করা হয়েছে।

রোববার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার আট নম্বর ওয়ার্ডের সোনাগাজী প্রি-ক্যাডেট ইনস্টিটিউট কেন্দ্রে এ ঘটনা ঘটে৷

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, সকাল ৮টায় ভোট শুরুর পর আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহানারা বেগম (হারমোনিয়াম প্রতীক) এবং তার দুই সহযোগী নাজমা আক্তার ও রাকিব ভোট কেন্দ্রে অবৈধ হস্তক্ষেপ ও প্রভাব বিস্তারের চেষ্টা করেন।

খবর পেয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী কেন্দ্রে এসে অভিযোগের সত্যতা পান। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শাহানারা ও নাজমাকে ২০ হাজার টাকা করে এবং রাবিককে ৫ হাজার টাকা জরিমানা করেন তিনি৷

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।