ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

পৌর নির্বাচন

সোনাগাজীতে কাউন্সিলর প্রার্থী লাঞ্ছিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
সোনাগাজীতে কাউন্সিলর প্রার্থী লাঞ্ছিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচনে সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জহির উদ্দিনকে (পাঞ্জাবী প্রতীক) লাঞ্ছিত করেছে অপর প্রার্থী শেখ আবদুল হালিম মামুন (উট পাখি প্রতীক)।

রোববার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সোনাগাজী হাইস্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।


 
জহির উদ্দিন বাংলানিউজকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে তিনি এ ভোট কেন্দ্রে গেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুন তার ওপর হামলা চালান। এসময় তার পরনে থাকা পোশাকও ছিঁড়ে ফেলা হয়।

তবে মামুন এ অভিযোগ অস্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।