ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ধর্মান্ধ, কুসংস্কার ও জঙ্গিবাদ নারী উন্নয়নে বাধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
ধর্মান্ধ, কুসংস্কার ও জঙ্গিবাদ নারী উন্নয়নে বাধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ধর্মান্ধ, কুসংস্কার ও জঙ্গিবাদ নারী উন্নয়নে বাধা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার (২০ মার্চ) প্রেস ইনস্টিটিউশনে (পিআইবি) তথ্য কর্মকর্তাদের দু’দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।



শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম শীর্ষক দু’দিনব্যাপী কার্যক্রমের (চতুর্থবার) আয়োজন করে গণযোগাযোগ অধিদফতর।

নারী ও শিশু উন্নয়নের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে নির্দিষ্ট সময়ের মধ্যে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন মন্ত্রী।

তিনি বলেন, নারী ও শিশু উন্নয়নে গদবাধা প্রচার করলে হবে না।

রাষ্ট্র ও সরকার নারী ও শিশু উন্নয়নে কি দিচ্ছে তার একটা তালিকা করতে হবে। তারপর দেখতে হবে কি কারণে এদের উন্নয়নে সমস্যা হচ্ছে।

ইনু বলেন, বস্তির শিশু, কন্যা শিশু, চর অঞ্চলের শিশু, এতিম শিশু, ধনী ব্যক্তির শিশু সবার জন্য এক ধরনের সমাধান করলে হবে না। এদের উন্নয়নে আলাদাভাবে চিন্তা করতে হবে।

এক হাজারের উপর সমস্যা রয়েছে নারী ও শিশু উন্নয়নে। এগুলোর মধ্যে কোন সমস্যাকে অগ্রণী ভূমিকায় দেখতে হবে তা বুঝতে হবে। পাশাপাশি অন্য সব সমস্যার সমাধান করতে হবে বলেও পরামর্শ দেন মন্ত্রী।

তিনি বলেন, স্কুলে ক্লাস শুরু হওয়ার আগে শিক্ষক যদি দুই মিনিট বাল্য বিবাহ, খাওয়ার আগে হাত ধোঁয়াসহ পর্যায়ক্রমে সামাজিক সমস্যার কথা বলেন তাহলে, অতিদ্রুত এসব সমস্যার সমাধান হবে।

গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক কামরুন নাহারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিসেফের বাংলাদেশের চিফ (যোগাযোগ) নেহা কাপিল, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গৌতম কুমার, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীরসহ বিভিন্ন জেলা থেকে আগত তথ্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এফবি/ জেডএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।