ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় ছাত্রলীগের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় ছাত্রলীগের শ্রদ্ধা

গোপালগঞ্জ: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

রোববার (২০ মার্চ) দুপুর আড়াইটায় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের নির্বাহী কমিটির সদস্যরা সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও পবিত্র ফাতেহা পাঠ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে সহসভাপতি কাজী এনায়েত হোসেন, আনোয়ার হোসেন, রিফাত জামান, সাংগঠনিক সম্পাদক সজিব বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েম খান, দিদারুল ইসলাম, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাসসহ কেন্দ্রীয় ছাত্রলীগ, গোপালগঞ্জ জেলা ও উপজেলা ছাত্রলীগ এবং বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

পরে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন এবং জেলা ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
 
এর আগে ঢাকা থেকে সড়কপথে ছাত্রলীগের নেতারা গোপালগঞ্জে আসার পথে বিভিন্ন স্থানে তাদের স্থানীয়  ছাত্রলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।