ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বিচ্ছিন্ন ঘটনায় শেষ হলো মহেশখালীর ভোট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
বিচ্ছিন্ন ঘটনায় শেষ হলো মহেশখালীর ভোট

কক্সবাজার: ব্যালেট পেপার ছিনতাইয়ের চেষ্টা, দু মেয়র প্রার্থীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় শেষ হয়েছে মহেশখালী পৌর নির্বাচনে ভোট গ্রহণ। অপ্রতিকর বড় কোন ঘটনা না ঘটলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।



কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও অধিকাংশ কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। রোববার বিকাল সাড়ে ৩টায় ঘোনার পাড়া ফোরকানিয়া মাদ্রাসায় কেন্দ্রে কয়েকজন যুবক ব্যালেট পেপার ছিনতাইয়ের চেষ্টা করলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

এ বিষেয় স্বতন্ত্র প্রার্থী সরওয়ার আজম বাংলানিউজকে জানান, প্রথমে তার নির্বাচনী এজেন্ড সমন্বয়কারী আবছার কামালকে মারধরের করেন নৌকা প্রতীকের প্রার্থী মকসুদ মিয়ার ও তার লোকজন। এরপর ব্যালট ছিনতাই করে নৌকা প্রতীকের প্রার্থী।   এসময় বাধা দিলে তার লোকজনকে হামলা করে মকছুদ মিয়ার সমর্থকরা।

এর আগে দুপুর আড়াইটায় কেন্দ্রে আধিপত্য বিস্তার নিয়ে মহেশখালী ডিগ্রি কলেজ কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী মকসুদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী সরওয়ার আজমের সমর্থকদের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।

একই সময় কেন্দ্র দখল নিয়ে ৭ নম্বর ওয়ার্ডের ভূমি অফিস কেন্দ্রে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী নাজমা আক্তারের সমর্থকদের সাথে কাউন্সিলর প্রার্থী কাজলের সমর্থকদের মধ্যে বাকবিতন্ডা হয়। এর এক পর্যায়ে আর কাউন্সিলর প্রার্থী সন্দীপ কুমারও এতে জড়িয়ে পড়েন। পরে ত্রি-মুখি সংঘর্ষ হয়। সেখানে ২/৩ রাউন্ড গুলি বর্ষন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘন্টা, মার্চ ২০, ২০১৬
টিটি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।