ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ডা. রশিদ উদ্দীনের মৃত্যুতে খালেদা জিয়ার শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
ডা. রশিদ উদ্দীনের মৃত্যুতে খালেদা জিয়ার শোক

ঢাকা: দেশের প্রখ্যাত চিকিৎসক, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত নিউরো সার্জন ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের মামা অধ্যাপক ডা. রশীদ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার (২০ মার্চ) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ শোক জানানো হয়।

খালেদা জিয়া বলেন, অধ্যাপক ডা. রশীদ উদ্দিন ছিলেন একজন স্বনামধন্য চিকিৎসক ও স্বাতন্ত্রধর্মী ব্যক্তিত্ব। দেশের একজন প্রতিভাবান চিকিৎসক হিসেবেও চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।

‘চিকিৎসাবিদ্যার একজন খ্যাতিমান বিশেষজ্ঞ হিসেবেও তার সুনাম ছিল সর্বজনবিদিত। জাতি এই মুহূর্তে চিকিৎসা জগতে একজন মহীরূহকে হারালো, যার অনুপস্থিতি দেশের মানুষ তীব্রভাবে অনুভব করবে। ’

তিনি বলেন, অধ্যাপক রশীদ উদ্দিনের মৃত্যুতে আমি গভীরভাগে শোকাহত ও মর্মাহত। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানাচ্ছি।

এদিকে অপর এক শোকবার্তায় অধ্যাপক ডা. রশীদ উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়ে তার রুহের মাগফেরাত কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
‍বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।