ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

পৌর নির্বাচন

সোনাগাজী আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
সোনাগাজী আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জয়ী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন (প্রতীক- নৌকা)।

রোববার (২০ মাচ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।



প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকে মোট ৮৯৯৪ ভোট পেয়েছেন খোকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী জামাল উদ্দিন সেন্টু পেয়েছেন ৮৫০ ভোট।

নির্বাচনে মোট ১৪১৯০ ভোটের মধ্যে ১০১১১ ভোটগ্রহণ করা হয়েছে। সোনাগাজী উপজেলা রিটার্নিং অফিসার মোজাম্মেল হোসেন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে, নিজেদের প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় সোনাগাজীতে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলে ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, পাবলিক প্রসিকিউটর হাফেজ আহম্মদ, ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিনসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।