ঢাকা, শুক্রবার, ২৪ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

আ’ লীগের জাতীয় সম্মেলন পেছালো

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৯, মার্চ ২২, ২০১৬
আ’ লীগের জাতীয় সম্মেলন পেছালো ছবি: সংগৃহীত

ঢাকা: পিছিয়ে গেলো আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। ২৮ মার্চ থেকে পিছিয়ে সম্মেলনের নতুন তারিখ নির্ধারণের জন্য আলোচনা চলছে দলের কার্যনির্বাহী সংসদের সভায়।



রোববার ( ২০ মার্চ) রাতে সভার সূচনা বক্তব্যে সম্মেলন পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা শুরু হয়েছে। সভায় সভাপতিত্ব করছেন শেখ হাসিনা।

শেথ হাসিনা বলেন, ২৮ মার্চ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হতে যাচ্ছে। আমাদের সম্মেলনে যারা কাউন্সিলর, ডেলিগেট আসেন, তারা তৃণমূল থেকে আসেন। নির্বাচন চলাকালে সম্মেলন হলে তারা আসতে পারবেন না। এ নির্বাচনের জন্য সম্মেলনের দিন পেছানো হচ্ছে। পরিবর্তিত তারিখ এই সভায় আলোচনা করে নির্ধারিত হবে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এসকে/টিআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ