ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

পৌর নির্বাচন

কবিরহাটে আ.লীগের রায়হান মেয়র নির্বাচিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
কবিরহাটে আ.লীগের রায়হান মেয়র নির্বাচিত

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জহিরুল হক রায়হান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নৌকা প্রতীক নিয়ে রায়হান ৯ কেন্দ্রের মধ্যে ৭ কেন্দ্রে মোট পেয়েছেন ৫৩৭৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান মঞ্জু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২২৪০ ভোট।

রোববার (২০ মার্চ) রাত ৮টার দিকে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান ফলাফল বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২ প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৩ হাজার ১৩৩। ফলে অপর ২ কেন্দ্রের ভোট ফলাফলে কোনো প্রভাব ফেলবে না।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন জানান, ভোটগ্রহণ চলাকালে অনিয়ম ও জাল ভোট প্রদানের অভিযোগে ৬নং ইন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৮নং আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।