ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ভাঙ্গা পৌরসভায় আওয়ামী লীগের ফয়েজ জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
ভাঙ্গা পৌরসভায় আওয়ামী লীগের ফয়েজ জয়ী

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবু ফয়েজ মো. রেজা জয়লাভ করেছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৩০৯ ভোট।

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার জন্মলগ্ন থেকেই চেয়ারম্যান, মেয়র বা প্রশাসকের দায়িত্ব পালন করে আসছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মুন্সী। তিনি জগ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২২৫ ভোট।

ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে অত্যন্ত শান্তিপূর্ণভাবে বিকেল ৪টায় শেষ হয়। ভোটের লাইনে সকাল থেকেই নারী পুরুষের দীর্ঘ লাইন ছিল। তবে পুরুষের তুলনায় নারী ভোটারদের বেশি ভোট দিতে দেখা গেছে।

রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম জানান, মেয়র পদে ৫ জন,  কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। নির্বাচনে ২৪ হাজার ৬৬২ জন ভোটার ছিলেন। তাদের মধ্যে পুরুষ ১২ হাজার ৩৪০ জন ও নারী ১২ হাজার ৩২ ২জন।

৯টি ওয়ার্ডের ১৫টি ভোটকেন্দ্রের ৮১টি কক্ষে ভোটগ্রহণ করা হয়।

তিনি আরো জানান, প্রায় ৭৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে। কোথাও কোনো ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
আরকেবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।