ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যাচেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
ফেনীতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যাচেষ্টা

ফেনী: ফেনীর দাগনভূঞা পৌর যুবলীগের সভাপতি শাহাজাহান সাজুকে ক্ষুর দিয়ে পুঁচিয়ে জখম ও গুলি করে হত্যার চেষ্টা করেছেন রায়হান নামে ছাত্রলীগের এক নেতা।

রোববার (২০ মার্চ) সন্ধ্যা ৭টায় উপজেলার বসুরহাট রোডে  মেডিকেয়ার হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় রায়হানের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে একটি দেশীয় শুটার ও ক্ষুর ছিনিয়ে নেন যুবলীগ নেতা সাজু।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় পৌর যুবলীগের সভাপতি সাজুর উপর অতর্কিতে হামলা চালায় রায়হানের নেতৃত্বে একদল যুবক। তারা সাজুকে পুঁচিয়ে জখম ও গুলি করে। সাজুকে উদ্ধার করতে গিয়ে সাবেক কমিশনার আবুল হোসেন আহত হয়।
ধস্তাধস্তির একপর্যায়ে রায়হানের কাছ থেকে একটি শুটার ও একটি ক্ষুর ছিনিয়ে নেন সাজু। এ সময় হামলাকারীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশ এসে অস্ত্র উদ্ধার ও রায়হানের বাবা খোকনকে আটক করে নিয়ে ‍যায়।

এদিকে, রানে গুলিবিদ্ধ অবস্থায় সাজুকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত রায়হান ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পুলিশের গাড়িতে বোমা হামলার মামলায় প্রধান আসামি।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
 
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।