ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

পিরোজপুরে ৩৬৬ কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ১৭৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
পিরোজপুরে ৩৬৬ কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ১৭৬

পিরোজপুর: ২২ মার্চ অনুষ্ঠিতব্য প্রথম দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পিরোজপুরের ৭ উপজেলার ৪০টি ইউনিয়নে ৩৬৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন।

পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার ৪টি ইউনিয়নের ৩৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি, মঠবাড়িয়া উপজেলার ১০টি ইউনিয়নের ৯৩টি ভোটকেন্দ্রর মধ্যে ৫২টি, নেছারাবাদ উপজেলার ১০টি ইউনিয়নে ৯১টি ভোটকেন্দ্রের ৩৯টি, কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নের ৪৭টি ভোটকেন্দ্রের মধ্যে ২০টি, নাজিরপুর উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৪৫ ভোটকেন্দ্রের মধ্যে ২৮টি, জিয়ানগরে ১টি ইউনিয়নের ৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৫টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।



পিরোজপুর পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন বাংলানিউজকে জানান, প্রতিটি ভোটকেন্দ্রে ২০ জন করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে। ভোটকেন্দ্রে ৩জন সশস্ত্র পুলিশ, ৪জন সশস্ত্র আনসার, ১৩ জন সাধারণ আনসার থাকবে। পুলিশের পাশাপাশি র‌্যাব,বিজিবি, স্টাইকিং ফোর্স নির্বাচনী এলাকায় টহলে থাকবে।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।