ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ভাঙ্গায় জামানত হারালেন বিএনপির মেয়র প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
ভাঙ্গায় জামানত হারালেন বিএনপির মেয়র প্রার্থী আবুল ফজল প্রিন্স, ওহিদুজ্জামান ওহিদ মিয়া ও আছাদুজ্জামান আছাদ

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান ওহিদ মিয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারিয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে মাত্র ৭৯৭ ভোট পেয়েছেন।



জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বাংলানিউজকে জানান, ভাঙ্গা পৌরসভা নির্বাচনে ২৪ হাজার ৬৬২ ভোটারের মধ্যে ১৯ হাজার ৯৯৭ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যা মোট ভোটের ৮১ শতাংশ।

তিনি জানান, নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি আবু ফয়েজ মো. রেজা (নৌকা প্রতীকে) ১০ হাজার ৩০৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মুন্সী (জগ প্রতীকে) ৭ হাজার ২২৫ ভোট পেয়েছেন।

পাঁচজন মেয়র প্রার্থীর মধ্যে বিএনপিসহ বাকি তিনজন প্রার্থীই তাদের জামানত হারিয়েছেন।
অপর দুইজন হলেন- চরমানাই পীরের বাংলাদেশ ইসলামী আন্দোলনের আছাদুজ্জামান আছাদ। তিনি হাত পাখা প্রতীকে ৮৩৮ ভোট পেয়েছেন। এছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আবুল ফজল প্রিন্স নারকেল গাছ প্রতীকে ৭১১ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

ফরিদুল ইসলাম জানান, নির্বাচনের বিধি অনুযায়ী ভোটারদের দেওয়া মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হয়। এতে মেয়র প্রার্থীদের জামানতের ১৫ হাজার টাকা তারা ফেরত পাবেন না।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।