ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ওবায়দুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
ওবায়দুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী সোমবার

ফরিদপুর: সোমবার (২১ মার্চ) বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কে এম ওবায়দুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী। ২০০৭ সালের ২১ মার্চ ইন্তেকাল করেন তিনি।



মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ৯টায় ফরিদপুরের নগরকান্দায় তার কবরে ওবায়দুর রহমানের কন্যা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজম্মদলের সভাপতি ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য শামা ওবায়েদ ইসলাম রিংকু, উপজেলা বিএনপি, জেলা স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেছেন।

এছাড়া ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপি’র আয়োজনে লস্করদিয়া গ্রামে ওবায়েদ মঞ্জিলে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে-সকালে মরহুমের কবর জিয়ারত, দুপুরে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল ও বিকেলে ওবায়দুর রহমান স্মরণে আলোচনা সভা।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
আরকেবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।