ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ভোলায় বিএনপির এক প্রার্থীর নির্বাচন বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
ভোলায় বিএনপির এক প্রার্থীর নির্বাচন বর্জন

ভোলা: ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী রাইসুল আলম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

নিজের নেতাকর্মীদের ওপর সরকারদলীয় প্রার্থীর হুমকি ও হামলার অভিযোগে সোমবার (২১ মার্চ) দুপুর ১টায় শহরের আওহাওয়া অফিস রোডে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি।



লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রতিপক্ষ গ্রুপের কর্মীরা আমাদের নির্বাচনী অফিস ভাঙচুরের পাশাপাশি কর্মী-সমর্থকদের নানাভাবে হামলা ও হুমকি দিচ্ছেন।

এছাড়াও তার কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের কেন্দ্রে না যেতে হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু এ বিষয়ে  প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্টদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
 
ফলে সার্বিক অবস্থা বিবেচনা করে সাধারণ মানুষ ও ভোটারদের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার কথা জানান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর, সিনিয়র সহ সভাপতি মো. গজনবী ও শ্রমিকদল নেতা মোশারেফ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।