ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ফখরুল-ব্যারিস্টার রফিকুল-দুদু-আমানসহ ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
ফখরুল-ব্যারিস্টার রফিকুল-দুদু-আমানসহ ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট

ঢাকা: নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।

মির্জা ফখরুল ছাড়াও মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, ইকবাল হোসেন, আরিফুল হক আরিফ, আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, আবদুল আওয়াল মিন্টু, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া প্রমুখ।



পল্টন থানা পুলিশের এসআই মো. মমিনুল ইসলাম রোববার (২০ মার্চ) বিকেলে ঢাকার সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেন। সোমবার (২১ মার্চ) এ তথ্য জানা গেছে।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান আগামী ৪ এপ্রিল (মামলাটির ধার্য তারিখ) এ চার্জশিট আদালতে উপস্থাপন করার নির্দেশ দেন।

পলাতক থাকায় ২১ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার দায় থেকে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের অব্যাহতি চাওয়া হয়েছে।

২০১৫ সালের ৬ জানুয়ারি রাজধানীর গুলিস্তানের রাজউক ভবন ও বঙ্গবন্ধু স্টেডিয়ামের মধ্যবর্তী স্থানে বিআরটিসি (ঢাকা মেট্রো-ব ১১-৫৩৭৩) বাস ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় বাসটির চালক মিল্টন আলী বিশ্বাস বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় এ মামলাটি দায়ের করেন।
 
বাংলাদেশ সময়:১৪০৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এমআই/ আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।