ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ভোলার ৬ ইউপির নির্বাচন স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
ভোলার ৬ ইউপির নির্বাচন স্থগিত

ভোলা: সীমানা জটিলতা থাকায় হাইকোর্টের আদেশে ভোলার বোরহানউদ্দিন, চরফ্যাশন ও লালমোহন উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে।

সোমবার (২১ মার্চ) দুপুরে এ স্থগিতাদেশ জেলা নির্বাচন কার্যালয়ে এসে পৌঁছায় বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন খান।



তিনি আরো জানান, সীমানা জটিলতা নিয়ে হাইকোর্টে মামলা থাকায় বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ও বড়মানিকা এবং চরফ্যাশনের চর মানিকা ও রসুলপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে।

এছাড়া, লালমোহন উপজেলার রমাগঞ্জ ও বদরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনও স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (২২ মার্চ) সারাদেশের মতো এসব ইউপিতেও নির্বাচন হওয়ার কথা ছিল।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।