ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

নালিতাবাড়ীতে ১১১ কেন্দ্রের ৯১টি ঝুঁকিপূর্ণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
নালিতাবাড়ীতে ১১১ কেন্দ্রের ৯১টি ঝুঁকিপূর্ণ

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১১১টি কেন্দ্রের মধ্যে ৯১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এর মধ্যে ৭০টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ও ৪১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।



এসব ভোটকেন্দ্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বিজিবি, ৬৪৮ জন পুলিশ, ১৮৮৭ জন আনসার ও ২৬ জন র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

সোমবার (২১ মার্চ) দুপুরে শেরপুরের পুলিশ সুপার (এসপি) মেহেদুল করিম বাংলানিউজকে এ তথ্য জানান। এসব কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

ইউপি নির্বাচন উপলক্ষে দুপুরে নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আইন-শৃঙ্খলা বাহিনীর এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এসপি মেহেদুল করিমের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো.আব্দুল ওয়ারিশ, সহকারী পুলিশ সুপার শাহজাহান মিয়া, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিহুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।